কিভাবে I এর কাজ করবেন??

আগেই বলেছি  I হচ্ছে impression.

এর কাজ হচ্ছে 70 second  ধরে কোন Banner Ad দেখা।

প্রথমে  Cricket Live  Score এ গিয়ে My Task  
থেকে যেকোন একটি এপ select করুন।

দেখুন  এখানে আমি আমার প্রথম এপ টি select
করেছি এবং এতে  6 টি I এর কাজ Remaining রয়েছে।

এখন আমাদের এই 6 টি কাজ complete  করতে হবে।

আপনাদের সুবিধার জন্য বলে রাখি I এর কাজ হচ্ছে একটি
Common Task । অর্থাৎ  আপনি যে 15 টি software
ডাউনলোড করেছেন তাদের প্রত্যেকটিতেই 6 টি করে I
এর কাজ রয়েছে।

তো চলুন শুরু করা যাক।

প্রথমে আপনি ওই App টি Open  করুন।

3  Second অপেক্ষা করলে দেখবেন এপের
নিচের দিকে (300×50mm) এর এর একটি Banner Ad Show করছে
এবং উপরের ডান দিকের কোনায়  70 Second এর
কটি CountDawn Timer চালু হয়ে গেছে।


এবার 70 Second অপেক্ষা করুন।

70 Second হয়ে গেলে Timer বন্ধ হয়ে যাবে,


তখন  ধরে নেবেন আপনার একটি I
এর কাজ সম্পন্ন হয়েছে।


এখন আবার App এ র বাম দিকের তিনটি দাগে Click
করে Home Select করুন,



দেখবেন নতুন করে আবার 70 Second শুরু হবে।
এভাবে এক এক করে মোট ছয় বার I এর কাজ শেষ  করুন।


এবার  Cricket Live Score এর My Task  তারপর আপনার
নির্ধারিত সেই এপ এ গেলে দেখবেন সেখানে I
এর কাজ 0 Remaining হয়ে গেছে।



ব্যাস আজকের দিনের জন্য এই এপ এ আপনার
Impression এর কাজ   শেষ হয়েছে।

এভাবে একে একে আপনার সবগুলো এপের I
এর কাজ শেষ  করুন।

একেকটা এপের I এর কাজ Complete  করলে
আপনি পাবেন 1.2 টাকা করে।

অর্থাৎ 15 টা এপের I কমপ্লিট করলে
আপনি পাবেন (1.2×15)=18  টাকা।

বাকি 12 টাকার কাজ হচ্ছে C ও D এর  কাজ,
সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবেন আমার
অন্য কোন Tutorial এ।  

আজকে এ পর্যন্তই,




Comments

Popular posts from this blog

বঙ্গবন্ধু -১স্যাটেলাইট

SHAREIT PRIZE