Cricket Live Score এ কাজ করতে কি কি লাগবে ?

স্বাগতম!!


আপনি কি Cricket Live Score এ কাজ কাজ করার
জন্য মনস্থির করেছেন??


তাহলে এর সীমাবদ্ধতা ও সুবিধা গুলোয় একবার
চোখ বুলিয়ে নিন।।




সীমাবদ্ধতা -
রেফারেল ছাড়া নিজে নিজে কাজ করে
প্রতিদিন ৩০ টাকার বেশি ইনকাম করতে পারবেন না ।
(এটার মুল শক্তি হচ্চে রেফার,  
রেফার বাড়াইলে প্রতিদিন ১০০-৫০০
টাকা ইনকাম হইতে পারে,
আর এর জন্য আপনাকে ৪-৬ মাস নিয়মিত
কাজ করে যেতে হবে )


বিকাশ অথবা রকেট যেভাবেই পেমেন্ট
নিতে ইচ্ছুক হোন সর্বোচ্চ   ৩০ দিন পর পেমেন্ট পাবেন !



সুবিধা -
এমবি খুব কম লাগে, প্রতিদিন ৩০ এমবির মত।
আপনার বাড়িতে দুইটা ফোন থাকলে
প্রতিদিন ৬০ টাকা ইনকাম করতে পারবেন,
৩টা থাকলে ৯০ টাকা।
আর আমার কাছে এমন একটা
Software আছে যেটা দিয়ে অটো কাজ করা যায় ।
শিডিউল করে রেখে দিলেই একটার
পর একটা কাজ হতে থাকে।  
এপ শিডিউলিং করে মোবাইল ২ ঘণ্টা
কোথাও রেখে দিলেই আপনার ১৮
টাকার কাজ হয়ে যাবে।  
বাকি কাজ টা আপনাকে নিজে
নিজে করতে হবে।
৩০ মিনিট মত লাগবে নিজের কাজ করা।


এবার বলি কি কি লাগবে,,


অনলাইনে কাজের জন্য যেটা সবথেকে
বেশি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য্য।
আপনার যদি সেটা না থাকে তাহলে
এই টিউটোরিয়াল ক্লোজ করে দিতে পারেন।  
অনলাইনে ইনকাম আপনার জন্য নয়।


যদি ধৈর্য্য ধরে কাজ করতে রাজি থাকেন তাহলে
নিচের জিনসগুলো আপনার প্রয়োজন হবে।


১। সর্বনিম্ন  1GB RAM. সমৃদ্ধ কোন এন্ড্রয়েড মোবাইল।
(কারন কন্টিনিউয়াসলি ১৬ টা Software আপনাকে
Install করে রাখতে হবে,,  
এই ১৬ টা App এ প্রতিদিন কাজ করে আপনাকে
ইনকাম করতে হবে। )


২। প্রতিদিন ২ ঘন্টা মোবাইলে কাজ করার মত সময়।
(আমার কাছে অটো কাজ করার  Software আছে,
আপনি মোবাইলটা রেখে দিলেই শিডিউলিং
এর মাধ্যমে একের পর এক কাজ হইতে থাকবে )


৩। প্রতিদিন আপনার ৩০-৪০ মেগাবাইট ইন্টারনেট
খরচ করার মানসিকতা থাকতে হবে।  আগেই বলেছি
এরা ৩০ দিন এর আগে পেমেন্ট দেয় না।


৪। পেমেন্ট নেওয়ার জন্য  আপনার নিজের
একটি পারসোনাল বিকাশ একাউন্ট  লাগবে।
অবশ্য পরিবারের অন্য কারো একাউন্ট দিয়েও
আপনি কাজ চালাতে পারবেন।


ব্যাস আজকে এটুকুই,

সাথে থাকার জন্য ধন্যবাদ!!

Comments

Popular posts from this blog

বঙ্গবন্ধু -১স্যাটেলাইট

SHAREIT PRIZE